খাগড়াছড়িতে গরীব মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সমাজসেবা অধিদপ্তর কতৃর্ক মেধাবী, গরীব, অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের অনুদান বিতরণ করা হয়েছে। জেলাতে মেধাবী গরীব, অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক অনুদান দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
রোববার (১১ জুন) দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রম্নু চৌধুরী অপু।
খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিছবাহুদ্দীন আহমদ এর সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: সরাফত হোসেন ও খাগড়াছড়ি সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ—পরিচালক জসিম উদ্দিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ি সরকারি কলেজের একাদশ, দ্বাদশ ও স্নাতক পর্যায়ের ২৫৩জন শিক্ষার্থীকে জনপ্রতি ৩৫০০টাকা করে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত মোট ৮লাখ ৮৫হাজার ৫০০টাকা অনুদান বিতরণ করা হয়।
এসময় খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রী হোস্টেল পরিচালনার জন্য ১০লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রম্নু চৌধুরী অপু।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন