খাগড়াছড়িতে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে শ্রমিক দলের উদ্যোগে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেল ৫টায় কলাবাগানে এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে পৌরসভার শাপলা চত্বর মুক্তমঞ্চে সমাবেশ করে।
এসময় সমাবেশে সভাপতিত্ত¡ করেন, জাতীয়তাবাদী জেলা শ্রমিক দলের সভাপতি আসলাম কালু। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফছার।
এছাড়া বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেকম মিন্টু, যুগ্মসাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, শ্রমিক দলের নেতা কুসুম, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ।
সমাবেশে বক্তারা অন্তবর্তী কালীন সরকারের আমলে দেশকে অস্থিতিশীল করে নির্বাচন’কে পিছিয়ে নেওয়ার জন্য নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে শ্রমিক নেতাকর্মীরা যোগ দেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন