খাগড়াছড়িতে নানান আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে নানান আয়োজনে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার(১২ই আগস্ট) সকাল ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অধিদপ্তরের হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মাহফুজ, পার্বত্য জেলা পরিষদের সদস্য মো: মাহাবুবুর রহমান, নিটোলমনি চাকমা, ডেপুটি কো-অর্ডিনেটর মো: ইকবাল কাওসার এবং উপ-পরিচালক হাফিজা আইরীন।

কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ, শুভেচ্ছা বক্তব্য, আলোচনা সভা এবং “প্রযুক্তি নির্ভর যুবশক্তি” বিষয়ক প্রবন্ধ পাঠ করান।
এ সময় জেলার বিভিন্ন উপজেলার একই ভাবে পালিত হয়ে প্রশিক্ষণপ্রাপ্ত যুব উদ্যোক্তাদের মাঝে ঋণ ও অনুদান বিতরণ করা হয়। প্রথম পর্যায়ে ৭জন উদ্যোক্তা পান মোট ৭লাখ টাকা ঋণ, দ্বিতীয় পর্যায়ে ৫জন পান ৬লাখ ৫০হাজার টাকা ঋণ।

এছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত ৬জনকে সনদপত্র ও ৪জনকে সেলাই মেশিন দেওয়া হয়।

বক্তারা তরুণদের উদ্ভাবনী ও প্রযুক্তিনিভর কর্মকান্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারুপ দেন। তারা বলেন, মাদক, সন্ত্রাস ও বেকারত্ব থেকে দূরে রেখে তরুণদের উৎপাদনমুখী কাজে যুক্ত করতে পারলে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব।

দীঘিনালা উপজেলা: “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। ১২ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে সেমিনার কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের ম্যানেজার অতিশ চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: সোহেল রানা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডেও পাড়াকেন্দ্র দীঘিনালা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শহিদুল ইসলাম, সাংবাদিক মো: আক্তার হোসেন ও মো: সোহানুর রহমান। এছাড়া সফল উদ্যোক্তা হিসেবে বক্তব্য দেন মো: মহিউদ্দিন আল মারুফ ও মো: নজরুল ইসলাম।

বক্তারা বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে হবে। দেশের প্রাণশক্তি যুব সমাজ তাদের ক্ষুদ্র প্রকল্প নিয়ে কঠোর পরিশ্রম ও মেধা কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হতে হবে। নিজে প্রতিষ্ঠিত হয়ে অন্যদের কর্মসংস্থান সৃষ্টি করা এবং যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ সহায়তা নিয়ে প্রতিষ্ঠান স¤প্রসারণের ওপরও তারা গুরুত্ব দেন।

মাটিরাঙ্গা উপজেলা: “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল যুব র‌্যালি, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, বৃক্ষরোপণ, সনদপত্র এবং যুব ঋণ বিতরণ।

১২ আগস্ট মঙ্গলবার সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য যুব র‌্যালি বের হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে নিমগাছের চারা রোপণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) খাদিজা তাহিরা, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক, থানা প্রতিনিধি এসআই রফিকুল ইসলামসহ স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্য দেন নবান্ন ক্রীড়া কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহমান, স্বপ্ন ছোঁয়া সমিতির সভাপতি আব্দুল মালেক, যুব রেডক্রিসেন্টের জাহানারা আক্তার প্রমুখ।

পোলট্রি প্রকল্পে সফল উদ্যোক্তা আদনান কায়ছার সাইফুলকে ৭৫হাজার টাকা, মৎস্য প্রকল্পে জেসমিন আক্তারকে ১লাখ টাকা ঋণ প্রদান করা হয়। এছাড়া হাঁস-মুরগি পালন, মৎস্য ও গবাদি পশুপালন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ৬০জন যুবকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি নার্গিস সুলতানা বলেন, স্বাধীনতা সংগ্রামে যুব সমাজ অগ্রণী ভূমিকা রেখেছিল, ভবিষ্যতেও দেশের উন্নয়নে তাদের অবদান অপরিহার্য। দুর্নীতি ও অনিয়ম রোধে যুবদের সচেতন ভূমিকা রাখতে হবে এবং চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হয়ে উঠতে হবে। তিনি টেকসই গ্রামীণ অর্থনীতি ও আত্মনিভরশীলতার লক্ষ্যে প্রতিটি গ্রামে যুব ক্লাব গঠন করে উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের আহŸান জানান।

আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়।

মহালছড়ি উপজেলা: “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুমুখী অংশীদারিত্বে অগ্রগতি” এই শ্লোগানকে সামনে রেখে জেলার মহালছড়ি উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার(১২ই আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সনদ প্রদান ও ঋণ বিতরণ অনুষ্ঠান।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহাদাত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রায়হান। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবক-যুবতী, উদ্যোক্তা, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, দেশের উন্নয়নে যুবসমাজই সবচেয়ে বড় সম্পদ। দক্ষতা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তরুণরা নিজেদের জীবনমান উন্নত করার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নেও অবদান রাখতে পারে। তারা যুবকদের মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থেকে ইতিবাচক কর্মকান্ডে যুক্ত হওয়ার আহŸান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত যুব-যুবতিদের মাঝে সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়।

পানছড়ি উপজেলা: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার(১২ই আগস্ট) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভা শুরুর আগে জাতীয় যুব দিবসের শপথ বাক্য পাঠ করা হয়।

মূল আলোচনায় বক্তারা দেশের উন্নয়ন, আত্মকর্মসংস্থান, নৈতিক মূল্যবোধ এবং দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। তিনি বলেন যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকান্ড থেকে দূরে থেকে সমাজ গঠনে এগিয়ে আসার আহŸান জানান।

বিশেষ অতিথি হিসেবে পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো: জসীম উদ্দিন আইন মেনে চলা, সামাজিক শৃঙ্খলা রক্ষা ও সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহŸান জানান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আমির হোসেন। তিনি সরকারের বিভিন্ন যুব উন্নয়ন কর্মসূচি, বিশেষ করে যুব ঋণ ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

এতে স্বপ্ন সিডি ক্লাব, বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতির সদস্যসহ বিভিন্ন এলাকার যুবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। শেষে নির্বাচিত যুবকদের মাঝে সনদপত্র ও যুব ঋণ বিতরণ করা হয়। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।