খাগড়াছড়িতে পুলিশ প্রশাসনের পিঠা উৎসব শুরু

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে পুলিশ প্রশাসনের পিঠা উৎসব শুরু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) পড়ন্ত বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে পিঠা উৎসবের পাশাপাশি পুলিশ সদস্যের মধ্যে রঁশি টানাটানি, হাঁড়িভাঙা রাফেল ড্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি পরিতোষ ঘোষ।

এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসনের উপ-পরিচালক স্থানীয় সরকার নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খাগড়াছড়ির শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তফিকুল আলম।

পুলিশ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উৎসবে পাহাড়ের ঐতিহ্যবাহী বাঁশ পিঠা, ছেছমা পিঠা, সাইন্যা পিঠার পাশাপাশি ভাপা ও চিতলসহ বাহারি পিঠা স্থান পায়। পরে বিজয়ীদের পুরুস্কার বিতরণ করা হয়।
এ সময় খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল অতিথিদের স্বাগত জানান।