খাগড়াছড়িতে পৃথক দু’টি স্থানে নানান আয়োজনে আন্তজার্তিক আদিবাসী দিবস পালিত

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে পৃথক দু’টি স্থানে নানান আয়োজনে আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। জাতিসংঘ কর্তৃক এবারের প্রতিপাদ্য বিষয় ”আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’।

বাংলাদেশ অদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম ’ক’ অজ্ঞল, খাগড়াছড়ি জেলা শাখার সম্ময়ক প্রকৌ: চাইথোয়াই মারমা সভাপতিত্বে মানবন্ধন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অনারারী জাপান কনসুলেট বীর মুক্তিযোদ্ধা মো: নুরুল ইসলাম।

শনিবার(৯ই আগষ্ট) সকালে মুক্তমন্ঞের অনুষ্ঠিত অলোচনা সভায় বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ জেলা কমিটির যৃগ্ন সাধারন সম্পাদক রু¤্রােসাই মারমা সন্ঞালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক উক্যনু মারমা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত খাগড়াছড়ি মাধ্যমিক জেলা অফিসার সাধন কুমার চাকমা, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সাগর রানী চাকমা, সিএইচটি উইমেন্স নারী নেটওযার্কের সভানেত্রী নমিতা চাকমা, সুজনের সাধারন সম্পাদক প্রকৌ: নির্মল কান্তি দাশ প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, অর্ন্তবর্তী সরকারে সংস্কার কমিশন কর্তৃক আদিবাসীদের সাংবিধানিক সাংকৃতি প্রদান করা। ভুমি অধিকার নিশ্চিত করনে পার্বত্য চট্টগ্রাম ভুমি কমিশন কার্যকর করা। যথাযথ সরকারে সাথে চুক্তি মোতাবেক দ্রæত পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন করার জোর দাবি জানানো হয়।

এর আগে য়ংন্ড বৌদ্ধ বিহার প্রাংগন থেকে র‌্যালী শোভা যাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করার পর মুক্তমজ্ঞে মানবন্ধনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অপরদিকে আর্ন্তজাতিক আদিবাসী দিবস উদযাপন ্কমিটি উদ্দ্যোগে র‌্যালী শোভা যাত্রা সুর্যশিখা ক্লাব প্রাংগন থেকে বের হলে শাপলা চত্তর ঘুড়ে খাগড়াপুর কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।

আর্ন্তজাতিক আদিবাসী দিবস উদযাপন ্কমিটির আহবায়ক সাথোয়াই মারমা সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) সাংগঠনিক সম্পাদক শ্রী সুধাকর ত্রিপুরাসহ অন্যান্য নেতুবৃন্দরা বক্তব্য রাখেন।