খাগড়াছড়িতে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ

খাগড়াছড়ি পার্বত্য জেলার ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ও মসজিদুল আকসা পুণরুদ্ধারে এবং মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে জেলা ব্যাপী বিক্ষোভ-মিছিল ও সমাবেশ হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকালে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে শাপলা চত্বরের মুক্তমঞ্চে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন রাকিব মনি ইফতি,আমিনুল ইসলাম বাবু, ইব্রাহিম খলিল, মাওলানা আব্দুর রাজ্জাক ও মাওলানা আলমগীর হোসেন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিন মুসলমানদের উপর দখলদার ইসরাইল নৃশংস হত্যা যজ্ঞ চালাচ্ছে। শিশু-কিশোর নারী, বয়োবৃদ্ধ কাউকে ছাড় দিচ্ছেন না ইসরাইল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিন নিরীহ মুসলমানদের বর্বর এমন গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইহুদিদের বিদেশি পণ্য বয়কট করার আহŸান জানান জনসাধারণকে।

সমাবশে বক্তারা বিশ্বমানবতার এই দুর্দিনে সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে আহবান জানান।
পানছড়ি উপজেলা: ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে সোমবার (০৭ এপ্রিল) পানছড়ির সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পানছড়ি বাজার কেন্দ্রিয় জামে মসজিদ প্রাঙ্গন হতে পানছড়ি সর্বস্তরের জনগণের উপস্থিতিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হাজার হাজার তৌহিদী জনতা অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের মানবাধিকার লঙ্ঘন এবং ববর আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপর ইসরাইলের আক্রমণ নিঃসন্দেহে মানবাধিকারের লঙ্ঘন এবং এটি বিশ্বব্যাপী সমালোচনা ও ঘৃনার সৃষ্টি করেছে।”

বক্তারা ইসরাইলের পণ্য বর্জন এবং এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার দাবি জানিয়ে বলেন, “বিশ্ববাসী যদি ইসরাইলের অব্যাহত ববরতা থামাতে না পারে, তবে আমাদের প্রতিবাদ আরও তীব্র হবে ”সমাবেশে স্থানীয় নেতারা ফিলিস্তিনিদেও প্রতি সমর্থন জানিয়ে সোলিডারিটি শোক প্রস্তাব পাশ করেন এবং মানবাধিকার রক্ষায় সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা শান্তি পূর্ণভাবে বাজারের প্রধান প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করেন।

মানিকছড়ি উপজেলা: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে এবং বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(০৭ এপ্রিল) মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রী কলেজের সাধারন শিক্ষার্থীর ব্যানারে সকাল ১১টায় কলেজ গেইট থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমতল চত্বর এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা “ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই”, “বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন কর” বলে স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, গাজাবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহ প্রতিনিয়ত নৃশংস হত্যা, নির্যাতন ও নিপিড়নের স্বীকার হচ্ছে। লজ্জার বিষয় আমরা এখনো এই ববরতার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। গাজাসহ বিশ্বে মুসলিম উম্মাহদের বিরুদ্ধে যা হচ্ছে তা প্রতিরোধে আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার বিকল্প নেই।

আজকের ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি সকলকে ইসরায়েলী পণ্য বর্জনের ঘোষণা দেন। এ সময় ইসরাইলি ববরতার বিপক্ষে লেখা নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, অনতিবিলম্বে এই হত্যা বন্ধ করতে হবে।

oplus_2