খাগড়াছড়িতে বাংগালীদের বিভিন্ন দাবি আদায়ের সংগঠন পিসিএনপির অভিষেক অনুষ্ঠানে জেলা কমিটি

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে বাংগালীদের বিভিন্ন দাবি আদায়ের সংগঠন পিসিএনপির অভিষেক অনুষ্ঠানে ৭১জন সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ(পিসিএনপি) খাগড়াছড়ি জেলা শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ লোকমান হোসেন। প্রধান অতিথি ছিলেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো: আবু তাহের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো: এসএম মাসুম রানা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশপ্রেম, স¤প্রীতি আর উন্নয়নই পারে পার্বত্য চট্টগ্রামকে একটি শান্তি-সমৃদ্ধির মডেল হিসেবে গড়ে তুলতে। ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে উন্নত আগামী প্রজন্মের জন্য।”
বক্তারা আরও বলেন, “পিসিএনপি কোনো বিভাজনের রাজনীতি নয়, এটি এক সেতুবন্ধন। এখানে রয়েছে দেশপ্রেমিক নাগরিকদের মিলনমেলা।”

৭১জন সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ লোকমান হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো: এসএম মাসুম রানা।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও পিসিএনপি কেন্দ্রীয় মহাসচিব মো: আলমগীর কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহŸায়ক মো: আব্দুল হামিদ রানা, রাঙ্গামাটি জেলা সভাপতি মো: সোলায়মান, বাঘাইছড়ির সাবেক ভাইস-চেয়ারম্যান মো: আব্দুল কাইয়ুমসহ আরও অনেকেই।