খাগড়াছড়িতে বেগম রোকেয়া দিবস পালিত
খাগড়াছড়ি পার্বত্য জেলা ”নারী কন্যার সুরক্ষা করি-সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” শ্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। সোমবার(৯ই ডিসেম্বর) সকালে টাউন হল মিলনায়তনে আলোচনা সভা ও জয়ীতাদেও সম্মাননা প্রদান করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম(পুলিশ সুপার পদ্দোন্নতি প্রাপ্ত), আতিরক্ত জেলা প্রশাসক মো: মারুফ হাসান, সচেতন নাগরিক কমিতি(সনাক) সদস্য মো: জহুরুল আলম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দীন মজুমদার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুস্মিতা খীসা।
সভায় আরও উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং শিক্ষার্থীরা।
আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৫জন জয়ীতা সন্মাননা ও ক্রেস দেওয়া হয়। তারা হলেন, অর্থনৈতিক উন্নয়নে স্বাবলম্বীকারী-তাসমিমা বিথী, শিক্ষা ও চাকুরির সমলতায়-প্রত্যাশা চাকমা, সফল জননী সফলতা-বিপরীত চাকমা, সফল জননী-বিপুলা চাকমা, সমাজ উন্নয়নের সমফলতা-ক্রা্েঞারী মারমা।
এর আগে টাউন প্রাংগন থেকে র্যালী শোভা যাত্রা বের করে শহর প্রদক্ষিন করা হয়।
এদিকে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বেগম রোকেয়া দিবস নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সোমবার (৯ই ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শ্রদ্ধা নিবেদন, মানববন্ধন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার। এছাড়াও যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা হাসিনা আক্তার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আঃ ছালাম, সাধারণ সম্পাদক আবু জাফর স্বপন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে এ বছর গুইমারা মহিলা বিষয়ক অধিদপ্তর একজন জয়িতাকে সম্মাননা প্রদান করেছে।
অপরদিকে “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ই ডিসেম্বর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় একটি র্যালি শেষে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুত, উপজেলা ইন্সট্রাক্টর আজগর হোসেন, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো: হারুন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: মানিক মিয়া, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন খন্দকারসহ উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নারীদের উন্নয়নের জন্য বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, বেগম রোকেয়ার আদর্শ ও উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে দেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন