খাগড়াছড়িতে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন

খাগড়াছড়ি পার্বত্য জেলায় পার্বত্য অঞ্চলের স্কুলগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি বলেছেন, মাল্টিমিডিয়া উদ্যোগ শুধু ডিজিটাল শিক্ষা বিস্তারেই কেবল নয় বরং সমাজে নারীর অবস্থানকে আরও সুদৃঢ় ও শক্তিশালী করে তুলবে। পার্বত্য অঞ্চলের স্কুলের প্রতিটি ক্লাসরুম হবে প্রযুক্তির শক্তিতে সমতা প্রতিষ্ঠার কেন্দ্র স্থল।
মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে সোমবার(১৪ই জুলাই) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও প্রকল্প বাস্তবায়ন সংস্থাসমূহের কর্মকর্তাগণ বলেন, পার্বত্য অঞ্চলের স্কুলগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের দ্বারা প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরা আধুনিক ডিজিটাল শিক্ষার উন্নত সুযোগ লাভ করবে। এতে শুধু পড়াশোনার মান উন্নয়নই নয় বরং নারীর আত্মবিশ্বাস, নেতৃত্ব ও প্রযুক্তিগত দক্ষতাও বাড়বে বলে মনে করছেন তারা।
এই কর্মসূচি পাহাড়ে প্রযুক্তিনির্ভর শিক্ষার বিস্তারে একটি নতুন অধ্যায় রচনা করবে এবং টেকসই উন্নয়নের এক দৃঢ় ভিত্তি রচনা করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আর মাহফুজ, পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর মো: আব্দুল লতিফ, নিটোল মনি চাকমা, প্রশান্ত কুমার ত্রিপুরা, ধনেশ্বর ত্রিপুরা, ইউএনডিপির জেলা কর্মসূচি বাস্তবায়ন বিশ্লেষক প্রিয়তর চাকমা, উপজেলা ফেসিলিটেটিং এসোসিয়েট অংক্যছেন মারমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির(ইউএনডিপি) ও কানাডা সরকারের অংশীদারিত্বে খাগড়াছড়িতে এই ব্যতিক্রমী কার্যক্রম সম্মিলিতভাবে বাস্তবায়ন করছে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।