খাগড়াছড়িতে রিজিয়নের উদ্যোগে বিভিন্ন সংগঠনের মাঝে সেনাবাহিনীর বই বিতরণ
খাগড়াছড়ি পার্বত্য জেলাতে সেনা রিজিয়নের উদ্যোগে বিভিন্ন সংগঠনের মাঝে সেনাবাহিনীর বই বিতরণ করা হয়েছে। বই বিতরণ করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ মাহি।
বুধবার(৩রা মে) দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে বই বিতরণ করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।
খাগড়াছড়ি পানছড়ি কানুনগো পাড়ার সাওঁতাল স¤প্রদায়ের গণপাঠাগার, ত্রিপুরা কল্যাণ সংসদের মুক্তিযুদ্ধ কর্ণার ও মারমা ছাত্র ঐক্য পরিষদের পাঠাগারের জন্য মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়ে বই প্রদান করা হয়।
সেনা কর্মকর্তারা জানান, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি বজায় রাখতে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার প্রসার হলে উন্নয়নও টেকসই হবে। নিরাপত্তার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের আর্ত সামাজিক অবস্থার উন্নয়নে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন