খাগড়াছড়িতে শাহাদাত ফরাজী সাকিবের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে শাহাদাত ফরাজী সাকিবের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে। ঢাকায় আটক শাহাদাত ফরাজী সাকিব এর মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে জেলার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (১৭ই ফেব্রুয়ারী) সকালে খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার থেকে পার্বত্য চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র-জনতা, খাগড়াছড়ি ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি শাপলা চত্বর এসে বিক্ষোভ সমাবেশ করা হয়।

বিক্ষোভ সমাবেশে “পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ” কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বৈষম্যবিরোধী আন্দোলনে পার্বত্য চট্টগ্রামের মুখপাত্র শাহাদাত ফরাজী সাকিব’কে নবম-দশম শ্রেণীর বইতে আদিবাসীদের গ্রাফিতি অঙ্কন বাতিলের বিষয়ে ঢাকায় যে নৈরাজ্য সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে লিপ্ত বলে মিথ্যা মামলায় গত ১৫ই ফেব্রæুয়ারি ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে খাগড়াছড়ি জেলা পার্বত্য চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র-জনতা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং অনতিবিলম্বে মুক্তির দাবি জানানো হয়। না হলে কঠোর কর্মসূচি নেওয়ার হুশিয়ারী দেন বক্তারা।

এসময় বিক্ষোভ সমাবেশে সাবেক পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সাবেক পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাগরিক পরিষদের কেন্দীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি আব্দুল মজিদ, ইসলামি আন্দোলন বাংলাদেশ, খাগড়াছড়ি জেলার সভাপতি দোলোয়ার হোসেন, যুব আন্দোলনের সংগঠক আব্দুল ওয়াহেদ, দিঘিনালা উপজেলার নাগরিক পরিষদের সভাপতি জাহিদ হাসান প্রমূখ।