খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
খাগড়াছড়ি পার্বত্য জেলায় সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা হয়েছে। জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকলের সহযোগিতা নিয়ে কাজ করার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। তিনি বলেন যেহেতু আমাদের নিজ জেলায় চাকুরী করার সুযোগ তাই যে জেলায় সরকার আমাদের বদলি করে সেটাই আমার জেলা মনে করে জনকল্যাণে কাজ করতে আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না। যে কোনো সময় যেকোনো প্রয়োজনে আমার দরজা খোলা থাকবে, কোনো বিরক্ত হবোনা এতটুকু নিশ্চয়তা দিতে পারি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে নবাগত জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্ব এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মুক্ত আলোচনা অংশ গ্রহন করেন, মো: মোবারক হোসেন (লক্ষাছড়ি), চাইথোয়াই মারমা, কানন আর্চায্য, দিদারুল আলম রাজু, নিজাম উদ্দিন লাবলু (রামগড়), সমীর মল্লিক, শাহরিয়া ইউনুছ, মোহাম্মদ আবু তাহের, মো: জহুরুল আলমসহ অধিকাংশ সংবাদকর্মীরা।
নবাগত জেলা প্রশাসক জেলার কর্মরত সকল সাংবাদিকদের সংবাদ পরিবেশনের স্বাধীনতার পাশাপাশি পাহাড়ের স¤প্রীতি রক্ষায় বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অধিকতর সতর্কতা অবলম্বন করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, প্রেসক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য, সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন