খাগড়াছড়িতে সাংবাদিক ইউনিয়ন নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ
খাগড়াছড়ি পার্বত্য জেলাতে সাংবাদিক ইউনিয়ন নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করেছে। পেশাজীবি গণমাধ্যমকর্মীদের নিয়ে গঠিত হলো খাগড়াছড়ি জেলা সাংবাদিক ইউনিয়ন। কমিটিতে স্থান পেয়েছে খাগড়াছড়ি জেলা সদরসহ অপরাপর ৮টি উপজেলায় কর্মরত পেশাজীবি গণমাধ্যকর্মীরা।
বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আয়োজিত এক জরুরী সভায় খাগড়াছড়ি জেলা সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন করা হয়।
৫১সদস্য বিশিষ্ট নবগঠিত এই কমিটিতে জেলার প্রবীণতম সাংবাদিক তরুণ কুমার ভট্টাচায্যর্কে সভাপতি এবং আরেক প্রবীণ সাংবাদিক জীতেন বড়ুয়াকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
এছাড়াও কমিটিতে সহ—সভাপতি হিসেবে রয়েছেন জ্যেষ্ঠতম সাংবাদিক মো: আজিম উল হক। আর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে তরুণ গণমাধ্যমকর্মী সমির মল্লিককে। ১১জন নির্বাহী সদস্য ও ৪০জন সদস্য নিয়ে গঠিত এই কমিটির মেয়াদকাল ২বছর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন