খাগড়াছড়িতে ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

খাগড়াছড়ি পার্বত্য জেলায় ”মানব-মর্যাদা, স্বাধীনতা আর ন্যায়পরায়নতা, দাঁড়াবো সবাই অধিকারের সুরক্ষায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। এতে পৃথকভাবে মানবাধিকার দিবসে পানছড়ি ছাত্রদলের মানববন্ধন করেছে।

মঙ্গলবার (১০ই ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর আয়োজনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে নারান খাইয়া জুন পহর ভবন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অফিস কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর পার্বত্য অঞ্চলের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক অংচিংনু মারমা।

প্রধান অতিথি অংচিংনু মারমা বলেন, “আন্তর্জাতিক মানবাধিকার দিবস খাগড়াছড়িতে সফল হয়েছে। আমাদের খাগড়াছড়িতে এই সংগঠনের বয়স মাত্র চার মাস। এই শিশু বয়সে আমরা এত বিশাল একটি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি সকলের আন্তরিক সহযোগিতায়।

এসময় সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবি শংকর চাকমার সঞ্চালনায় সভায় মানবাধিকার সংগঠন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর পার্বত্য অঞ্চলের বিশেষ প্রতিনিধি এম প্রজ্ঞা জ্যোতি’র মহাস্থবির এর সভাপতিত্বে কম্বাইন্ড হিউম্যান খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি সুবোধ কুমার চাকমার, বাংলাদেশ আদিবাসী ফোরামের সম্মনয়ক ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের আবাসন সম্পাদক সাংবাদিক চাইথোয়াই মারমা।

সাধারন সম্পাদক চাইথোয়াইঅং মারমা, সাংগঠনিক সম্পাদক উর্মি চাকমা, দৈনিক সবুজ পাতার দেশ সম্পাদক জুলহাস উদ্দিন, সাংবাদিক দেব প্রসাদ ত্রিপুরা, পৌরসভার কমিটিরসহ সভাপতি জ্ঞান বিকাশ চাকমাসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মানবাধিকার মানুষের মৌলিক অধিকার। মানবাধিকার জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে। এক জন মানুষের বেঁচে থাকা এবং সমাজে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মানবাধিকার অপরিহার্য।

মানবাধিকার রক্ষার্থে বিভিন্ন দেশে মানবাধিকার কমিশনও গঠিত হয়েছে। মানবাধিকার কমিশন গঠন করার উদ্দেশ্য হলো কোথাও মানুষের অধিকার খর্ব হল কি না এ সব দেখা ও প্রতিকারের জন্য।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পানছড়ি উপজেলা ছাত্রদল একটি মানববন্ধনের আয়োজন করে। মঙ্গলবার (১০ই ডিসেম্বর) সকাল ১০টায় পানছড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা সংলগ্ন পানছড়ি-খাগড়াছড়ি প্রধান সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহŸায়ক মো: দিদারুল আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘ ১৬বছর ধরে বাংলাদেশে একটি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা অভিযোগ করেন, এ সময়ে গুম ও হত্যার শিকার হয়েছেন অনেক মানুষ।

বক্তারা আরও বলেন, ছাত্র ও সাধারণ জনগণের আন্দোলনের চাপে সরকার গত ৫ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

মানবাধিকার দিবসের এই দিনে তারা অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি বিগত সময়ে হওয়া গুম ও হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার করার আহ্বান জানান।