খাগড়াছড়ির গুইমারাতে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে ৬শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে সেনাবাহিনী
খাগড়াছড়ি পার্বত্য জেলা গুইমারা উপজেলাতে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে ৬শতাধিক পরিবারের মাঝে সেনাবাহিনী খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে। পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জেলাতে শান্তি, স¤প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অগ্রনী ভুমিকা পালন করছে।
সোমবার(২৬শে জুন) সকালে ২৪পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়নের পক্ষ থেকে ৬শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পাহাড়ে বসবাসরত মানুষের মাঝে ঈদ আনন্দ বিলিয়ে দিতে শহীদ লে: মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়, দুস্থ, অস্বচ্ছ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন।
ঈদ উপহার হিসেবে পোলাও চাল, ডাল, আলু, পিয়াজ, চিনি, তৈল, লবনসহ যাবতীয় উপকরণ প্রদান করেন রিজিয়ন কমান্ডার।
এ সময় সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, রিজিয়নের বিএম মেজর খালেদসহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন