খাগড়াছড়ির গুইমারায় সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/IMG_20241212_212714.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায় সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টার সময় পাহাড়ের শান্তি-শৃঙ্খলা-নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরু কালে নবাগত জোন কমান্ডার ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর লেঃ কর্ণেল ইসমাইল সামস আজিজিকে স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিন্দুকছড়ি জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি।
এমত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ এনামুল হক চৌধুরী, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহামুদুল হাসান, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সোহাগ, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ এনামুল হক এনাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মোঃ রফিকুল ইসলাম, খাগড়াছড়ি নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মোক্তাদের হোসেন, সিন্দুকছড়ি মৌজার হেডম্যান সুইনুপ্রু চৌধুরী, গুইমারা বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মোঃ আরমানসহ আরো অনেক হেডম্যান, কারবারি, মেম্বার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি”কে সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, অবৈধ বালু উত্তোলন,পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, খুনঘুম অপহরণ, যানবাহন এলইডি লাইট ট্রাজেডি এবং পার্বত্য বাসীর মানবাধিকার লংঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষাসহ নানান বিষয় তুলে ধরেন বক্তারা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন