খাগড়াছড়ির গুইমারায় সেটলার কর্তৃক জায়গা বেদখলে বাধা দেয়ায় এক পাহাড়িকে আটক

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায় সেটলার কর্তৃক জায়গা বেদখলে বাধা দেয়ায় ঘটনায় জেলা গুইমারার হাফছড়ি ইউনিয়নের পথাছড়া থেকে সেনাবাহিনী এক পাহাড়িকে আটক করেছে। শুক্রবার (২রা মে) সকাল ১১.৫০টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাকে ছেড়ে দেয়া হয়নি বলে জানা গেছে। বৈষম্য মূলক হয়রানি ভাবে গতকাল বৃহস্পতিবার (১লা মে) রাতে এ আটকের ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম হংকং চাকমা(৫০), পিতা-মৃত রাঙাচান চাকমা, গ্রাম-পথাছড়া, ৬নং ওয়ার্ড, হাফছড়ি ইউনয়ন, গুইমারা, খাগড়াছড়ি।
ঋুমিখেকো মো: কাদের (৪৬) নামে এক সেটলার বাঙালি কর্তৃক জায়গা বেদখলে বাধা দেয়ার কারণে অন্যায়ভাবে হংকং চাকমাকে আটক করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তবে সেনাবাহিনী জোন কর্তৃপক্ষ আটকের ঘটনা অস্বীকার করেছেন।
স্থানীয় ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১লা মে) সকাল ৮টার দিকে ভূমিদস্যু সেটলার মো: কাদের জায়গা বেদখলের উদ্দেশ্যে হংকং চাকমার নিজ দখলীয় জায়গায় এসে কলাগাছ রোপন করে। এতে হংকং চাকমা বাধা দিলে মো: কাদের হংকং চাকমাকে মারার জন্য গলা চেপে ধরে এবং কয়েকটা কিলঘুষি দেয়। এ সময় দু’জনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। ধস্তাধস্তিতে মো: কাদেরও মাথায় সামান্য আঘাত পায়।
সেটলার ভূমিদস্যু মো: কাদের একই পথাছড়া গ্রামের মো: গোলাম রসুলের ছেলে। উক্ত ঘটনার জের ধরে গতকাল(বৃহস্পতিবার) রাত ১০টার দিকে সিন্দুকছড়ি সেনা জোন থেকে একদল সেনা সদস্য পথাছড়া গ্রামে এসে হংকং চাকমাকে নিজ বাড়ি থেকে অন্যায় ভাবে আটক করে নিয়ে যায়।
নিজ জায়গা বেদখলে বাধা দেয়ার ঘটনায় সেনাবাহিনী কর্তৃক উল্টো ভূক্তভোগী নিরীহ গ্রামবাসী হংকং চাকমাকে আটকের ঘটনায় এলাকার জনগণ উদ্বেগ ও আতংক প্রকাশ করেছেন এবং এর তীব্র নিন্দা জানিয়েছেন।
এদিকে সেটলার কর্তৃক জায়গা বেদখল চেষ্টার ঘটনায় এলাকাবাসীর মধ্যে নানা আতংক বিরুপ আশঙ্কা বিরাজ করছে বলে জানা গেছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, সেনাবাহিনী কর্তৃক আটকের ঘটনা শুনেছি। তবে এখনও পর্যন্ত থানায় শোপর্দ বা হস্তান্তর করা হয়নি। তদন্ত স্বাপেক্ষে বিহিত ব্যবস্থা গ্রহন করবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন