খাগড়াছড়ির গুইমারায় সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ, অসহায়দের মাঝে সহায়তা প্রদান

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায় সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ্যে অসহায়দের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। জেলার গুইমারা রিজিয়নের অন্তর্গত ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন দায়িত্বপূর্ণ এলাকার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকান্ডে ধারাবাহিকভাবে অবদান রেখে আসছে।

এর অংশ হিসেবে বুধবার (১৩ আগস্ট) সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ছিল অর্থনৈতিকভাবে অক্ষম পরিবারের নারীদের জন্য সেলাই মেশিন, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের জন্য ঢেউটিন, চিকিৎসা ও কলেজে ভর্তি ব্যয়ের জন্য নগদ অর্থ, বিভিন্ন ক্লাবের জন্য ফুটবল এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো: মাজহার হোসেন রাব্বানী।

এছাড়াও সিন্দুকছড়ি জোনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপ-অধিনায়ক তাঁর বক্তব্যে সকলকে দলমত নির্বিশেষে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে বসবাসের আহŸান জানান এবং উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করার অনুরোধ করেন।