খাগড়াছড়ির গুইমারা সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির ও চিকিৎসা সেবা

খাগড়াছড়ি পার্বত্য জেলায় গুইমারা উপজেলাতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির ও চিকিৎসা সেবা দেয়া হয়েছে। জেলার গুইমারাতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির ও চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয় বুধবার (৭ মে) সকালে শহীদ লে: মুশকিল উচ্চ বিদ্যালয় মাঠে।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ২০ফিল্ড রেজিঃ আর্টিঃ সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি পিএসসি,জি।
গুইমারা রিজিয়ন ও চট্টগ্রামের লায়ন চক্ষু হাসপাতালের যৌথ আয়োজনে এ চক্ষু শিবির ও চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে গুইমারা রিজিয়নের আওতাধীন বিভিন্ন এলাকার ৫শতাধিক পাহাড়ি-বাঙালীর মাঝে বিনামূল্যে চক্ষু ও সাধারণ চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করা হয়।
এসময় গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: আবুল কালাম শামসুদ্দিন রানাসহ সামরিক উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পার্বত্যাঞ্চলে শান্তি-স¤প্রীতি ও উন্নয়নের ধারাকে আরও বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে গুইমারা রিজিয়ন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গুইমারা সেনা রিজিয়নের তত্ত¡াবধানে ২০ফিল্ড রেজিঃ আর্টিঃ সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সাড়ে চার শতাধিক মানুষকে
চিকিৎসা বিনামুল্যে সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
২০ফিল্ড রেজিঃ আর্টিঃ সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির, (এএমসি) নেতৃত্বে উক্ত চিকিৎসা ক্যাম্পে সেবা দেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন