খাগড়াছড়ির তাপদাহ, গরমে স্বস্তি পেতে মুখোরিত হয়ে উঠছে পর্যটনকেন্দ্র

খাগড়াছড়ি পার্বত্য জেলার তাপদাহ গরমে স্বস্তি পেতে মুখোরিত হয়ে উঠছে পর্যটনকেন্দ্র। পহাড়ের চুড়ায় হিমেল হাওয়া, মুগ্ধকর প্রকৃতির পরিবেশে বাতাসে স্নিগ্ধতা ভরপুর মন ভরিয়ে দেয়। রিছাং ঝর্না, আলুটিলা রহস্যময় গুহা, ঝুলন্ত ব্রীজ, তৈদুছড়া ঝর্না ও সাজেক ভ্যালী চুড়ায় হিমেল বাতাসে ঠান্ডায় যেন মন ভরিয়ে দেয়।
অসুস্থ মানুষও সুস্থ হয়ে উঠার নজির রয়েছে পাহাড়ে।
দীর্ঘ এক মাসের বেশি সময় স্থবিরতা কাটিয়ে পর্যটকদের ভ্রমণে খোলে দেয়া হয়েছে খাগড়াছড়ির সকল পর্যটন স্পটগুলো। এতে স্বস্তি ফিরেছে পর্যটক ও পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের।
পাহাড় ভালোবাসে পর্যটকদের আনন্দ দেখা দিয়েছে। সকালে কিছু পর্যটক দেখা গিয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের উপস্থিতি বাড়ছে বলছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে সাপ্তাহিক প্রত্যেক শুক্রবার ও শনিবারের জন্য আগাম বুকিং হচ্ছে খাগড়াছড়ির হোটেল, রির্সোটগুলোতে।
খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা বলেন, এখানকার পর্যটন খাতের সঙ্গে অনেক মানুষের জীবন-জীবিকা জড়িত। পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকায় এ খাতে অনেকে বেকার হয়ে পড়েছেন।
এখন আবার পর্যটন চালু হওয়ায় এ খাত সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরে পেয়েছে।
খাগড়াছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম জানান, পর্যটকরা যেন নিরাপদে জেলার ভ্রমণ করতে পারেন সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। পর্যটনকে কেন্দ্র করে এখানকার জীবন-জীবিকা গড়ে ওঠেছে। আশা করি আসন্ন পর্যটন নানান মৌসুমে জেলায় ব্যাপক পর্যটকের সমাগম ঘটবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন