খাগড়াছড়ির দীঘিনালায় হামলায় যুবদল নেতা আহত, আ.লীগ নেতা আটক
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় আ.লীগের হামলায় যুবদল নেতা আহত হয়েছে।
এ ঘটনায় দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল লতিফকে আটক করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
দীঘিনালার ১নং মেরুং ইউনিয়নের যুবদল দক্ষিণ শাখার সাবেক সহ-সভাপতি মো: আইন উদ্দিন জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাহেন্দ্র নিয়ে মেরুং বাজারে আসার সময় দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ-এর নেতৃত্বে কয়েকজন আ.লীগ সন্ত্রাসী তার উপর হামলা চালায়। হামলায় তিনি রক্তাক্ত হন। পরে তার চিৎকারের লোকজন এগিয়ে এলে আব্দুল লতিফকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়।
দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো: শফিকুল ইসলাম জানান, যুবদল নেতা আইন উদ্দিনের উপর হামলার ঘটনায় মামলার প্রস্তুুুতি চলছে। থানায় মামলা করা হবে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল লতিফ একাধিক মামলার আসামী। আহত আইন উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন