খাগড়াছড়ির দীঘিনালায় বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ শুরু

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ শুরু করা হয়েছে। জেলার দীঘিনালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)–এর প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের জামতলী বাজার ইয়াং স্টার ক্লাবে ওয়ার্ড পর্যায়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুর রহিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শান্তি প্রিয় চাকমা ও নুরুল ইসলাম চৌধুরী, মৎস্য বিষয়ক সম্পাদক মো: সোলেমান ভূঁইয়া দুলাল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: আরিফুল ইসলাম মঞ্জু।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে সাংগঠনিক সংগঠিত করতে সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কার্যক্রমের মাধ্যমে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন