খাগড়াছড়ির দীঘিনালায় গাছের ডাল কাটার সময় বিদ্যুৎ পৃষ্টে যুবকের মৃত্যু

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় গাছের ঢাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত রমেশ্বর চাকমা (২৯) পিতা মন্টু মুনি চাকমার ছেলে ৫নং বাবুছড়া ইউনিয়নের মুড়োপাড়া এলাকার বাসিন্দা।
শুক্রবার (০১ আগষ্ট) দুপুরে দীঘিনালা-বাঘাইহাট সড়কের শুকনাছড়া এলাকায় বাগানের গাছের ডাল কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে দীঘিনালা থানার ওসি মো: জাকারিয়া জানান।
বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যুর বিষয়টি জেনেছেন জানিয়ে পিডিবির দীঘিনালার সহকারী প্রকৌশলী উজ্জ্বল হোসেন, বিদ্যুৎ সংযোগ রয়েছে সেসব এলাকায় সেখানে গাছের ডাল কাটার আগে আমাদেরকে জানালে আমরা সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখি।
দীঘিনালা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া বলেন, ঘটনাটি বিষয়টি শুনেছি। তবে কেউ এখনও অভিযোগ নিয়ে আসেনি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন