খাগড়াছড়ির দীঘিনালায় দুর্যোগ মোকাবিলা বিষয়ক অধিপরামর্শক সভা

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে “দুর্যোগ মোকাবিলায় ইউনিয়ন পরিষদের করণীয়” শীর্ষক এক অধিপরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় অনুষ্ঠিত এই কর্মসূচি আয়োজন করে দীঘিনালা ইয়ুথ গ্রুপ। এটি বাস্তবায়ন করে স্থানীয় উন্নয়ন সংস্থা তৃণমূল উন্নয়ন সংস্থার আওতাধীন ‘আস্থা’ প্রকল্প। সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের ফিল্ড অ্যাসোসিয়েট পপেন ত্রিপুরা।
প্রধান অতিথি ছিলেন মেরুং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনা চাকমা। ইয়ুথ গ্রুপের সদস্য মো: ইব্রাহিম সঞ্চালনায় এতে অংশ নেন পরিষদের সদস্যবৃন্দ ও ইয়ুথ গ্রুপের সদস্যরা।
প্রশ্নোত্তর পর্বে ইয়ুথ গ্রুপের সদস্যরা জানতে চান, অতীতে ইউনিয়ন পরিষদ কী ধরনের উদ্যোগ নিয়েছে, বার্ষিক বাজেটে দুর্যোগ মোকাবিলায় আলাদা খাত আছে কি না এবং ভবিষ্যৎ পরিকল্পনা কী।
জবাবে চেয়ারম্যান ও সদস্যরা জানান, দুর্যোগ মোকাবিলায় ১৫জন সদস্যের একটি কমিটি রয়েছে এবং জরুরি সময়ে খাদ্যশস্য বিতরণ করা হয়।
সভায় ইয়ুথ গ্রুপের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, পরবর্তী অর্থবছরের বাজেটে দুর্যোগ মোকাবিলার জন্য আলাদা বরাদ্দ রাখা উচিত। এতে পূর্বপ্রস্তুুতির অংশ হিসেবে রাবারের নৌকা, প্রয়োজনীয় সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্যশস্য ও শুকনো খাবার সংরক্ষণ ও জমাকৃত জিনিস পত্র বিতরণ করা সম্ভব হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন