খাগড়াছড়ির দীঘিনালায় গাছ বোঝাই মিনিট্রাক উল্টে নিহত-১, আহত-৩

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় গাছ বোঝাই মিনিট্রাক উল্টে একজন নিহত, ৩জন আহত হয়েছে। এতে দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় একজন গুরুতর আহত ব্যত্তি নিহত হয়েছে।

নিহতের নাম খোকন চন্দ্র দাস(৫০)। তিনি উপজেলার থানাপাড়া এলাকার সুকুমার দাসের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় বড়াদম এলাকায় গাছ বোঝাই মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক খোকনের অবস্থা আশঙ্কাজনক দেখে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া ব্যবস্থা গ্রহন করা হয়েছে।