খাগড়াছড়ির দীঘিনালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের অকাল মৃত্যু
খাগড়াছড়ি পার্বত্য জেলায় দীঘিনালা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের অকাল মৃত্যু হয়েছে। জেলার দীঘিনালা মেরুং ইউনিয়নের মনের মানুষ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রূপায়ন চাকমা(৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় বাসিন্দা পাথর মনি চাকমার ছেলে।
বৃহস্পতিবার(২৩শে জানুয়ারি) দুপুরে রূপায়ন চাকমা বাড়ির পাশে থাকা একটি গাছ কাটতে মই দিয়ে গাছে ওঠেন। গাছের একটি মোটা ডাল কাটার সময় তা পাশের ৩৩কেভি বিদ্যুৎ লাইনের ওপর পড়ে। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দীঘিনালা উপজেলা বাংলাদেশ বিদ্যুৎ উল্লয়ন বোডেৃ’র প্রকৌশল বিভাগের আবাসিক প্রকৌশলী মো: নজরুল ইসলাম এ বিষয়ে বলেন, “বিদ্যুৎ লাইনের পাশে কোনো গাছ কাটার প্রয়োজন হলে স্থানীয় বিদ্যুৎ অফিসকে জানাতে হবে। বিদ্যুৎ অফিসের কর্মীরা নিরাপদ উপায়ে গাছ কেটে দেন। তবে রূপায়ন চাকমা আমাদের অফিসে না জানিয়ে গাছ কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।”
এ ঘটনাটি স্থানীয় এলাকায় শোকের ছায়া ফেলে দিয়েছে এবং জনগণের মধ্যে বিদ্যুৎ লাইনের আশপাশে গাছ কাটার বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন