খাগড়াছড়ির দীঘিনালা সদর জোনের উদ্যোগে অস্বচ্ছলদের মাঝে অনুদান ও সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা সদর জোনের উদ্যোগে অস্বচ্ছল শিক্ষার্থী, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার মাঝে আর্থিক অনুদানসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় দীঘিনালা জোন সদরস্থ ৪ইস্ট বেঙ্গল(দি বেবী টাইগারস) এর হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুদান ও সামগ্রী বিতরণ করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল ওমর ফারুক।
অনুষ্ঠানে অস্বচ্ছল নারীদের মাঝে ২টি সেলাই মেশিন, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ২টি পানির ট্যাংক, একটি মাদাসায় ফ্যান, ১৭ বান্ডিল ঢেউটিন এবং বেশ কয়েকটি পরিবার ও শিক্ষার্থীর মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।
জোন কমান্ডার লে. কর্নেল ওমর ফারুক বলেন, “সেনাবাহিনী শুধু দেশের সুরক্ষা নয়, সাধারণ মানুষের উন্নয়ন ও কল্যাণেও কাজ করে যাচ্ছে। সমাজের দুর্বল ও অস্বচ্ছল মানুষের পাশে থেকে তাদের স্বাবলম্বী করে তোলা আমাদের দায়িত্ব।”
এ সময় উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন