খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএস গুলিবিনিময়ে নিহত-১

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলাতে ইউপিডিএফ-পিসিজেএসএস গুলিবিনিময়ে একজন নিহত হয়েছে। জেলার পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-পার্বত্য চট্টগ্রাম জনাসংহতি সমিতি(পিসিজেএসএস)’র গুলিবিনিময়ে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গত সোমবার (১১ আগস্ট) সকাল ৫টা ৫০মিনিট থেকে বিকাল ৩টা ২০মিনিট পর্যন্ত পানছড়ির লোগাং ইউনিয়নের মধু রন্জন কার্বারী পাড়া এলাকায় ইউপিডিএফ(প্রসীত) এবং পিসিজেএসএস (সন্তু) সশস্ত্র কর্মী দুই গ্রুপের মধ্যে থেমে থেমে গুলিবিনিময় হয়।
এ সময় আনুমানিক ১৬০০ থেকে ১৭০০রাউন্ড গুলিবিনিময় হয় বলে স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে।
উক্ত গুলিবিনিময়ের ঘটনায় পিসিজেএসএস(সন্তু)-এর সশস্ত্র শাখার কর্মী রুপেশ তঞ্চঙ্গ্যা নিহত হন। তার বয়স আনুমানিক ৩২বছর। তিনি রাঙামাটির বিলাইছড়ি এলাকার বাসিন্দা।
শেষ খবর পর্যন্ত জানা যায়, নিহত ব্যক্তির লাশ পিসিজেএসএস তাদের হেফাজতে নিয়ে গেছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল ঘটনার স্বীকার করে জানান, দুই পক্ষের গুলাগুলি খবর নিশ্চিত হলেও ঘটনাস্থলে কোন লাশ পাওয়া যায়নি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন