খাগড়াছড়ির পানছড়িতে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল গনি।
এ ছাড়াও উপজেলার বিভিন্ন বিদ্যালয়, কারিগরি ও মাদ্রাসার অধ্যক্ষ/প্রধান শিক্ষক/সুপাটেন্ডেন্ট, গণ্যমান্য ব্যক্তি, হেডম্যান, মসজিদের ইমাম ও মন্দিরের সভাপতিরা এতে অংশ নেন।
সভায় বক্তারা টাইফয়েড রোগের ঝুঁকি ও প্রতিরোধ নিয়ে আলোচনা করেন। তারা জানান, সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট টাইফয়েড দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। রোগের উপসগের মধ্যে দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, পেটব্যথা, দুর্বলতা এবং কখনও ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য থাকতে পারে। সময়মতো চিকিৎসা না হলে জটিলতা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার(ডঐঙ) তথ্যমতে, প্রতিবছর বিশ্বে প্রায় ৯০লাখ থেকে ২কোটি মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং প্রায় ১লাখ ১০হাজার মানুষের মৃত্যু ঘটে। উন্নয়নশীল দেশে এই রোগের প্রকোপ বেশি, বিশেষত যেখানে নিরাপদ পানি ও স্যানিটেশনের অভাব রয়েছে। ডঐঙ শিশুদের জন্য টাইফয়েড টিকাকে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা হিসেবে সুপারিশ করেছে।
বক্তারা আরো জানান, আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে ৯মাস থেকে ১৫বছরের সকল শিশুকে বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (ঞঈঠ) দেওয়া হবে।
এ বিষয়ে অভিভাবক, শিক্ষক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয় এবং প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সবাইকে প্রচারণায় অংশ নিতে উৎসাহিত করা হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন