খাগড়াছড়ির পানছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করল সেনাবাহিনী

খাগড়াছড়ি-পার্বত্য জেলার সদর উপজেলা জোনের আওতাধীন পানছড়ি সাব-জোনের তত্তাবধানে সোমবার (২রা ডিসেম্বর) সকালে পানছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চল শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৩৯১জন বিভিন্ন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

চিকিৎসা সেবা প্রদানের সময় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স’র অধিনায়ক লে. কর্নেল মো: রাকিবুল ইসলাম, এফসিপিএস, এমসিপিএস, ডিসিপি, ও পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর মো: জায়েদ-উর-রহমান অয়ন।

খাগড়াছড়ি সদর জোন সূত্রে জানা গেছে, চিকিৎসা সেবায় সার্জিক্যাল রোগী-১২১জন, মেডিসিন রোগী-১২৩জন, চক্ষু রোগী-১৩জন, ইএনটি-নাক, কান, গলা রোগী-১১ জন, গাইনোকলজি রোগী-৬৬জন এবং শিশু রোগী-৫৭জন।

চিকিৎসা সেবা দেন মেডিকেল অফিসার বিএসএস নয়া-ক্যাপ্টেন শামিন তাহজিব, বিএসএস নয়া-ক্যাপ্টেন লাবনী জামান, এমডিএস, খাগড়াছড়ি, ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, আরএমও, খাগড়াছড়ি জোন এবং ডা. বিদর্শী চাকমা, এমবিবিএস, মেডিকেল অফিসার, পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপস্থিত ছিলেন। এ মেডিক্যাল ক্যাম্প সুষ্ঠ ও সফলভাবে সম্পন্নের জন্য খাগড়াছড়ি জোন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।

এছাড়াও স্থানীয় লোকজনের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসা সেবায় শারীরিক প্রতিবন্ধী রোগীদের জন্য হুইল চেয়ার-০১টি, হাতের লাঠি-১০টি ও গরিব অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে ১০০পিস কম্বল বিতরণ করা হয়েছে।
মেডিকেল ক্যাম্প পরিচালনার জন্য স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।

মেডিকেল ক্যাম্প এর ব্যাপারে খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল পিএসসি জানান, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও অসহায় গরীব মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি জোন নিয়মিত মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।