খাগড়াছড়ির পানছড়ি সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় প্রধান আন্ত: সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলার পানছড়ি সড়ক দ্রুত সংস্কার বা পুনঃ নির্মাণের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। এরপর জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কোর্ট বিল্ডিংস্থ খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে পানছড়ি উপজেলার সর্বসাধারণ এর আয়োজনে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে পানছড়ি সমিতির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পানছড়ি বাজার উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন।
এসময় বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জসিম উদ্দিন মজুমদার, পানছড়ি সমিতির সভাপতি রিপন সরকার, পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম এবং দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আদনান।
শিক্ষক আশিকুর রহমান, রুমেল মারমা, জেলা ছাত্র দলের সভাপতি শাহেদ হোসেন সুমন, ছাত্র সমন্বয়ক মনির হোসেন, আব্দুল মান্নান, সিএনজি ও মাহিন্দ্র সমিতির সভাপতি সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা দাবি জানান, খাগড়াছড়ি পানছড়ি প্রধান আন্ত: একমাত্র সড়কের অবস্থা প্রায় দীর্ঘ তিন বছরের অধিক সময় ধরে। বিভিন্ন মিডিয়ায় প্রচার হওয়ার স্বর্থেও পানছড়ি রাস্তার কোনো সুরাহা হয়নি। প্রায় ২৫কি.মি. রাস্তায়: হাজারের অধিক গর্ত খানা-খন্দে পরিণত হয়েছে।
রাস্তার এই বেহাল অবস্থার যদি আগামী ১০ই জানুয়ারির মধ্যে দ্রুত সংস্কার করা না হয় অনতিবিলম্বে সর্বসস্তরের জনগণদের সাথে নিয়ে সড়ক ঘেড়াও সহ কঠোর কর্মসূচি নেওয়া হবে।
বক্তারা আরো বলেন, খাগড়াছড়ি-পানছড়ি সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ব্যবহার করে খাগড়াছড়ি জেলার সদর ও আশপাশের ইউনিয়নের প্রায় ৩লক্ষাধিক মানুষ জেলা সদরের সঙ্গে যোগাযোগ করেন। রাস্তার বেহাল দশার কারণে প্রতিদিন শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জরুরি রোগী পরিবহনের ক্ষেত্রে সমস্যার কথা উল্লেখ করে বক্তারা বলেন, গর্ভবতী মায়েদের হাসপাতালে পৌঁছাতে চরম ভোগান্তি হচ্ছে। রাস্তার দুরবস্থার কারণে কৃষিপণ্য ও বনজপণ্য পরিবহনে অসুবিধার সৃষ্টি হচ্ছে, যা কৃষকদের আর্থিক ক্ষতির মুখে ফেলছে।
বক্তারা আরও জানান, দীর্ঘদিনেও সড়কটির মানোন্নয়ন না হওয়ায় এলাকাবাসী প্রশাসনের প্রতি অবহেলা ও বৈষম্যের শিকার বলে মনে করছেন। ফলে এলাকাজুড়ে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে।
মানববন্ধন শেষে পানছড়ি উপজেলা সাধারণ মানুষের পক্ষ থেকে আল আমিন, আবুল কাশেম ও আশিকুর রহমানের স্বাক্ষরিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়। এতে সড়কটি দ্রুত মানসম্মতভাবে সংস্কার ও পুনর্র্নিমাণের দাবি জানানো হয়েছে।
এতেঅন্তবর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার বরাবর খাগড়াছড়ি জেলা প্রশাসনের মাধ্যমে স্মারকলিপিটি প্রদান করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন