খাগড়াছড়ির বর্মাছড়িতে বিহারের জমিতে সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে জেলাতে পোস্টারিং
খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়ি উপজেলায় বর্মাছড়িতে বিহারের জমিতে সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে জেলাতে পোস্টারিং করেছে। জেলা লক্ষীছড়ির বর্মাছড়িতে অবস্থিত আর্য কল্যাণ বনবিহারের জমি দখল করে সেনা ক্যাম্প নির্মাণের প্রতিবাদে খাগড়াছড়ি সদরের বিভিন্ন স্থানে পোস্টারিং করা হয়েছে।
গতকাল শনিবার থেকে বুধবার পর্যন্ত(২৫-২৯শে অক্টোবর পর্যন্ত) চেঙ্গী স্কয়ার, কলেজ গেইট, নারাঙহিয়া, হবংপুজ্যা, উপালিপাড়া ও খাগড়াছড়ি গেইটসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে হাতে লেখা পোস্টার সাঁটানো হয়। পোস্টার গুলোতে আর্য কল্যাণ বনবিহার রক্ষার আহ্বানসহ বিহারের জমিতে সেনা ক্যাম্প নির্মাণের প্রতিবাদ জানানো হয়।
পোস্টার গুলোতে লেখা শ্লোগানগুলোর মধ্যে রয়েছে, “বর্মাছড়িতে বিহারের জমিতে সেনা ক্যাম্প মানি না; বর্মাছড়িতে বনবিহার ধ্বংসের ষড়যন্ত্র রুখো; বিহার ধ্বংস করতে সেনা ক্যাম্প; চলো, চলো, বিহার রক্ষা করতে বর্মাছড়ি চলো; সেনাবাহিনী: বর্মাছড়ি বিহার ছেড়ে চলে যাও; বর্মাছড়িতে সেনা ক্যাম্প বুদ্ধ ধর্মের ওপর আঘাত” ইত্যাদি।
এদিকে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবক হত্যার সুবিচারের দাবিতে সেটেলার বাংগালি অধিকারের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ(পিসিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সন্ত্রাসীরা নিরীহ জনগণের ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, “সন্ত্রাসীরা নিরীহ মানুষকে লক্ষ্য করে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়ে পাহাড়ে শান্তি ও সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে।”
বক্তারা আরও বলেন, “এ ধরনের অপরাধীদের দ্রæুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায়, পাহাড়ের জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান “পাহাড়ে বসবাসরত পাহাড়ি-বাঙ্গালির সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা অগ্নিসংযোগ ও ভাঙচুরে জড়িত, তাদের দ্রæুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।”
বক্তারা এসব সহিংস কর্মকান্ডের তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উপদেষ্টা মো: আব্দুল মজিদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কে›ন্দ্রীয় কমিটি’র সভাপতি মো: শাহাদাৎ হোসেন কায়েস, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের সভাপকি সালমা আহমেদ মৌ, মাটিরাঙ্গা উপজেলা নাগরিক পরিষদের সভাপতি মো: জালাল আহমেদ।
এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে পিসিসিপি খাগড়াছড়ি জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




