খাগড়াছড়ির ব্রিটিশ শাসনকালে স্বাধীন পার্বত্য লকে জেলায় রূপান্তর বিষয়ে আলোচনা সভা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/08/khagrachari-panchari-britice-admind-cht-distric-pic-02-08-2023-900x436.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
খাগড়াছড়ি পার্বত্য জেলার ১৮৬০সালের ১লা আগস্ট ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে ‘স্বাধীন পার্বত্যা লকে তথাকথিত ‘জেলায়’ রূপান্তর বিষয়ে জেলার পানছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১লা আগস্ট ২০২৩) সকাল ১০টায় “আত্মশক্তি জাগরণ ফোরাম” এর ব্যানারে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় ২নং চেঙ্গি ইউপি চেয়ারম্যান আনন্দজয় চাকমার সভাপতিত্বে ও ইউপিডিএফ সংগঠক সুবোধ চাকমার সঞ্চালনায় আলোচনা করেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পরিণীতা চাকমা, সাবেক পিসিপি’র সাবেক সভাপতি সুমেন চাকমা ও ইউপিডিএফের পানছড়ি সমন্বয়ক আইচুক ত্রিপুরা।
বক্তারা বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা স্বাধীন এ অ লকে ‘পার্বত্য চট্টগ্রাম’ নাম দিয়ে ‘জেলায়’ অননমিত করে এ অ লের স্বকীয়তাকে কেড়ে নিয়েছিল। এর মাধ্যমে তারা পার্বত্যা লের অধিবাসীদের ওপর শাসন-শোষণ চালায় এবং সম্পদ লুটে নেয়।
এছাড়া ব্রিটিশরা এ অ লকে পাকিস্তানের সাথে যুক্ত করে দিয়ে এখানকার অধিবাসীদের এক অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছিল। যার পরিণতি পাহাড়িদের আজো ভোগ করতে হচ্ছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন