খাগড়াছড়ির মহালছড়িতে ‘স্বপ্নবিলাস স্পোর্টস একাডেমি’র যাত্রা শুরু

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলাতে ‘স্বপ্নবিলাস স্পোর্টস একাডেমি’র যাত্রা শুরু করেছে। জেলার মহালছড়িতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘স্বপ্নবিলাস স্পোর্টস একাডেমি’ নামে ক্রীড়া প্রতিষ্টান সংগঠন। উপজেলা স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুশীলনে অংশ নেয় শিশু-কিশোর ও কিশোরীরা।

অনেকেই এসেছিল বাবা-মায়ের সঙ্গে, কেউ কেউ নিজের আগ্রহেই মাঠে হাজির হয়েছিল। মূল লক্ষ্য তাদের খেলাধুলায় দক্ষ করে তোলা এবং ভবিষ্যতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে গৌরবময় ক্রীড়াবিদ হিসেবে তৈরি করা।
প্রায় ৩০০জন প্রশিক্ষণার্থীকে নিয়ে বয়সভিত্তিক চারটি বিভাগে শুরু হয়েছে একাডেমির কার্যক্রম।

সপ্তাহে দুই দিন ফুটবলসহ বিভিন্ন খেলার প্রশিক্ষণ কার্যক্রম দেওয়া হবে। প্রাথমিকভাবে অনাবাসিকভাবে কার্যক্রম চললেও ভবিষ্যতে আবাসিক ক্যাম্প চালুর পরিকল্পনা রয়েছে।

একাডেমির চেয়ারম্যান তরুণ উদ্যোক্তা খালেদ মাসুদ সাগর বলেন, “এটা আমাদের বহুদিনের স্বপ্ন। আমরা আশাবাদী, এখান থেকে একদিন জাতীয় দলে খেলার মত খেলোয়াড় উঠে আসবে।”

তিনি আরও জানান, গরিব ও সুবিধাবঞ্চিত পরিবারের মেধাবী খেলোয়াড়দের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। খুব শিগগিরই খাগড়াছড়ির নয়টি উপজেলায় প্রতিভা অনুসন্ধান (ট্যালেন্ট হান্ট) আয়োজন করা হবে, যেখান থেকে নির্বাচিতরা একাডেমিতে বিনামূল্যে ভর্তি ও ভবিষ্যতে আবাসিক সুবিধাও পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহাদাত হোসেন, মহালছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: ছানোয়ার হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি তুহিন দে।

ক্রীড়া শিক্ষক পিপলু রাখাইন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: শহিদুল ইসলাম বকুল, প্রবীণ ক্রীড়াবিদ গৌরাঙ্গ দাশ ও রত্না উজ্জ্বল চাকমা, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য কাউসারুল ইসলাম এবং একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা।