খাগড়াছড়ির মহালছড়িতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলাতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত হয়েছে। এতে টেকসই উন্নয়ন ও প্রকৃতির সাথে সহাবস্থানের আহŸান করেছে।
“প্রকৃতির সাথে সামঞ্জস্য ও টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৫।
বৃহস্পতিবার (২২ মে) দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি মহালছড়ির প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষের সামনে গিয়ে শেষ হয়। সেখানে পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন ক্লাইমেট রেসিলিয়েন্স-করলিয়া প্রজেক্টের কর্মকর্তা সবিনয় চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: আবু রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম, মাইসছড়ি ইউপি’র চেয়ারম্যান সাজাই মারমা এবং মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন।
অনুষ্ঠানটি আয়োজন করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এবং সহায়তা করে ঊজজউ-ঈঐঞ প্রকল্প, যা ইউএনডিপি ও মোচতা-এর যৌথ উদ্যোগে পরিচালিত এবং কানাডা সরকারের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন