খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তবলছড়িতে বিয়া বাঁশি ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় তবলছড়ি এলাকায় বিয়া বাঁশি ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২শে জানুয়ারি) বিকেলে তবলছড়ি যতন কুমার কারবারিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে প্রতিদ্বন্ধিতাপূর্ণ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে তবলছড়ি ৫নং ওয়ার্ড কুমিল্লাটিলা যুব হিলস্টার ক্লাব এবং ৬নং ওয়ার্ড জিয়া স্মৃতি ক্লাব।

নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে কুমিল্লাটিলা যুব হিলস্টার ক্লাব ৪-১গোলের ব্যবধানে জিয়া স্মৃতি ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার লাভ করেন কুমিল্লাটিলা যুব হিলস্টার ক্লাবের জাহাঙ্গীর। সেরা গোলকিপার নির্বাচিত হন মোল্লাবাজার দলের মামুন।

তবলছড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সুস্বাস্থ্য ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ সময় তিনি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তবলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইব্রাহীম।

বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহাম্মদ চৌধুরী, মংসুইথোয়াই চৌধুরী, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু এবং অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় এলাকার হাজারো ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।