খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নারী উদ্যোক্তা মেলা উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় নারী উদ্যোক্তা মেলা উদ্বোধন করার হয়েছে। তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প, জাতীয় মহিলা সংস্থার আয়োজনে জেলার মাটিরাঙ্গায় শহীদ মিনার প্রাঙ্গনে ৩দিন নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার(৪ঠা ফেব্রুয়ারি) বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। এর আগে মহিলা উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র‌্যালী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।

এবারে মেলায় ৩৫টি স্টলে নারী উদ্যোক্তারা মেলায় অংশ গ্রহন করেন। রকমারী খাবার আইটেম, প্রসাদনি, হস্তশিল্প ও বস্ত্রশিল্প শোভা পেয়েছে মেলার স্টলে। ৪,৫,ও ৬ই ফেব্রæুয়ারী রাত আটটা পর্যন্ত মেলা চলবে।

নারী উদ্যোক্তা আশা ত্রিপুরা বলেন, আজ মেলার প্রথম দিন। তাই জনসমাগম কম। আগামী দিন জনসমাগম হলে মেলা জমজমাট হবে বলে আশা করেন তিনি।

মেলায় আসা দর্শনার্থী সুফিয়া বেগম বলেন, মাটিরাঙ্গায় এমন মেলায় আগে কখনো আসেন নি। বাচ্ছাদের নিয়ে মেলা দেখতে এসে খুব ভালো লাগছে বলে জানান তিনি।

এধরণের মেলায় গ্রামীন অর্থনীতিকে সমৃদ্ধিশালী করবে উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, নারীরা এখন অনেক অগ্রসর।

নারীদের অর্থনীতি উন্নয়নে বিভিন্ন ধরণের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতাসম্পন্ন করে তোলা হচ্ছে। এতে গ্রামীন বেকারত্ব হ্রাস পাবে এবং অর্থনৈতিক ভাবে নারীরা সাবলম্বী হবে।

মেলার পাশাপাশি উদ্যোক্তাদের পন্যসামগ্রী বিক্রির জন্য মাটিরাঙ্গায় স্থায়ী ভাবে অন্তত: ২টি দোকানে ব্যাবস্থা করা হবে বলে আশ্বস্থ করেন তিনি।