খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রান্তিক কৃষকদের মাঝে আধুনিক পদ্ধতিতে ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় প্রান্তিক কৃষকদের নিয়ে দুইদিনব্যাপী আধুনিক পদ্ধতিতে ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (০৮ এপ্রিল) সকাল ১০টায় মাটিরাঙ্গা উপজেলার জিয়ানগর এলাকায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সমন্বিত কৃষি খাতের অর্থায়নে ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) কৃষি উন্নয়ন বিভাগের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণের শেষদিন স্থানীয় প্রান্তিক পর্যায়ের ২৫জন কৃষক ও কৃষি উদ্যোক্তা অংশ নেন।

এতে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: সবুজ আলী, আইডিএফের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজমারুল হক ও কৃষিবিদ মোস্তাফিজুর রহমান।

এসময় আইডিএফের এরিয়া ম্যানেজার মাহবুবুল কবির, শাখা ব্যবস্থাপক মো: সালাউদ্দিন, সহকারী কৃষি কর্মকর্তা মিথুন দাস ও দর্পন চাকমাসহ সংশ্লিষ্ট আরো অনেকেই উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে মৌসুমভেদে উচ্চফলনশীল ধান চাষ, ধানের বিভিন্ন পোকা দমন, রোগবালাই নিরাময় ও সার ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়।