খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বীজ বিতরণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় বীজ বিতরণ করা হয়েছে। বেকারত্ম দূরিকরণ, গ্রামীণ কৃষি ও অর্থনীতিকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে জেলার মাটিরাঙ্গায় চক্রপাড়া নারী জলবায়ু সহনশীল কমিটি কর্তৃক বাস্তবায়নাধীন করলিয়া প্রকল্পের সুবিধাভোগীতের মাঝে হাঁস-মুরগি, কবুতর ও শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় সোমবার(১৪ই জুলাই) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।
এসময় মাটিরাঙ্গা কৃষি কর্মকর্তা সবুজ আলী,সংশ্লিষ্ট বিভাগের উপজেলা প্রকল্প সমন্বয়ক মো: কোরবান আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা ইন্সট্রাক্টর আজগর আলী ও উপকার ভোগিরা উপস্থিত ছিলেন।