খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে মাটিরাঙ্গা সেনা জোন সদর থেকে বিজেও-৫২৭৫৭ ওয়ারেন্ট অফিসার মো: ইমরান হোসেনের নেতৃত্বে, জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম পিএসসি এবং উপ-অধিনায়ক মো: মাসুদ খান পিএসসির দিকনির্দেশনায়, মুসলিমপাড়া এলাকায় সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে চট্টগ্রাম মেট্রো ট-১২-১২৮৭ নম্বরের একটি ট্রাক তল্লাশি করে মালিকবিহীন ২৯৬টুকরা গোদা ও চম্পাফুল কাঠ (মোট ৩০৯ ঘনফুট) জব্দ করা হয়।

জব্দকৃত কাঠের বাজারমূল্য প্রায় ৯লাখ ২৭হাজার টাকা।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম পিএসসি জানান, জব্দকৃত কাঠ মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।