খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়ি পার্বত্য জেলা মাটিরাঙ্গা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে। জেলার খাগড়াছড়ি ১৮ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন কর্তৃক বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) মাটিরাঙ্গা পৌরসভার চৌধুরীঘাট এলাকা অভিযান পরিচালনা করে এসব কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৪লাখ ৯০হাজার ৩শত ৮০টাকা।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম বলেন, আটককৃত কাঠ মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। এ বিষযে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















