খাগড়াছড়ির মানিকছড়িতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানিকছড়ি থানা পুলিশের চৌকস এসআই(নি:) সুমন কান্তি দে ও এসআই(নি:) তানভীর আহমেদ’র নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রোববার(২রা ফেব্রæুয়ারি) রাত সাড়ে ৮টার সময় চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে আটক করে। আটককৃত আসামি মো: মোস্তাফিজুর রহমান(২৯), মানিকছড়ি উপজেলার মুসলিমপাড়া আবুল কাশেম কারিগরের ছেলে।
ঘটনার বিবরনে জানা যায়, মানিকছড়ি থানা পুলিশের চৌকশ এসআই(নি:) সুমন কান্তি দে ও এসআই(নি:) তানভীর আহমেদ সঙ্গীয় অফিসারের নেতৃত্বে ওয়ারেন্ট তামিল ডিউটি পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে রোববার ২রা ফেব্রæুয়ারী রাত সাড়ে ৮টার সময় চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। আটককৃত আসামী মো: মোস্তাফিজুর রহমান(২৯), সেই মানিকছড়ি উপজেলার মুসলিমপাড়া আবুল কাশেম কারিগর ছেলে।
মানিকছড়ি থানার এসআই (নি:) সুমন কান্তি দে জানান, মোস্তাফিজুর রহমান ২০১৯সালের ২১শে জানুয়ারি মামলা নং-০২, জি আর নং-২৯/১৯, ধারা-৯(১) ২০০০সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩-এর অধীনে ৫বছরের একটি শিশুকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এরপর থেকে সে পলাতক ছিল। দন্ডিত সাজা পরোয়ানা ভূক্ত আসামী।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।