খাগড়াছড়ির মানিকছড়িতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলাতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। সারা বিশ্বের ন্যায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলার মানিকছড়িতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার(৮ই মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তরে জাতীয় ও আন্তর্জাতিক রেড ক্রস পতাকা উত্তোলন শেষে অতিথি ও স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের প্রশিক্ষণ বিভাগীয় প্রধান মো. মনির হোসেনের সঞ্চালনায় ও দলনেতা হাবিবুর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন দলনেতা-২ মো: রবিউল হাসান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সাফকাত আলী, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো: এনামুল হক এনাম, রেড ক্রিসেন্টের আজীবন সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম রকি, বিশিষ্ট ব্যবসায়ী এম. রওশন আলী, এম এস পারভেজ, রেড ক্রিসেন্টের আজীবন সদস্য ও সাংবাদিক মো. আকতার হোসেন ও চিংওয়ামং মারমা মিন্টু।

আলোচনায় বক্তারা পৃথিবীকে আরও সুরক্ষিত ও শান্তিপূর্ণভাবে গড়ে তুলতে জিন হেনরি ডোনান্টকে অনুসরণ করে আত্ম মানবতার সেবা এগিয়ে আসার আহ্বান জানান।

পরে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।