খাগড়াছড়ির মানিকছড়িতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলাতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মানিকছড়ি উপজেলা বিএনপি‘ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা,দোয়া মাহফিল ও অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩০শে মে) সকালে দলীয় কার্যলয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাস্টার, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মীর হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন রাজনৈতিক ও দর্শন নিয়ে আলোক পাত করেন। তার আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মানের প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আবু হানিফ।