খাগড়াছড়ির মানিকছড়িতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলাতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেছে। জেলার মানিকছড়িতে ২০২৪-২৫অর্থ বছরে খরিপ-২, ২০২৫-২৬ মৌসুমে উফশী জাতের আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ জুন) সকালে উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মো. রিপন হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক ওসমান গনি ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীগণ।

কর্মসূচির আওতায় রোপা আমন আবাদের জন্য উপজেলার চার ইউনিয়নের ৬২০জন প্রান্তিক কৃষককে জন প্রতি ১০কেজি ডিএপি সার, ১০কেজি এমওপি সার ও ৫কেজি রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘প্রান্তিক কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে সহায়তা দিচ্ছে। এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের জন্য সহায়ক ভূমিকা রাখবে’।