খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির সদস্য ফরম বিতরণ-সদস্য নবায়ন কর্মসূচি

খাগড়াছড়ি পার্বত্য জেলায় মানিকছড়ি উপজেলাতে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার(১৪ই জুলাই) বেলা ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মীর হোসেনের সঞ্চালনায় ও সভাপতি মো: এনামুল হক এনামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: মোশারফ হোসেন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আবুল কাশেম মাস্টার, সহ-সভাপতি মো: জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক মো: আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মো: নুরুজ্জামান মাষ্টার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: মীর হোসেন, সদস্য সচিব মহিউদ্দিন কিশোর ও উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা বেগম প্রমূখ।