খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির সদস্য ফরম বিতরণ-সদস্য নবায়ন কর্মসূচি

খাগড়াছড়ি পার্বত্য জেলায় মানিকছড়ি উপজেলাতে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার(১৪ই জুলাই) বেলা ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মীর হোসেনের সঞ্চালনায় ও সভাপতি মো: এনামুল হক এনামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: মোশারফ হোসেন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আবুল কাশেম মাস্টার, সহ-সভাপতি মো: জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক মো: আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মো: নুরুজ্জামান মাষ্টার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: মীর হোসেন, সদস্য সচিব মহিউদ্দিন কিশোর ও উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা বেগম প্রমূখ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন