খাগড়াছড়ির মানিকছড়িতে তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলাতে তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানিকছড়ি বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বুধবার(৩১শে মে) সকাল ১১টায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘তামাক নয়, খাদ্য ফলান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে, গতকাল খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস।
আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: মো: এনায়েত উল্লাহ মাহফুজ সঞ্চালনা ও সহকারী কমিশনার(ভূমি) রুম্পা ঘোষের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন।

এসম উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, মো: আবদুর রহিম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মো: জামাল হোসেন, সাধারণ সম্পাদক চহলাপ্রæু মারমা নিলয়, আনসার বিডিপি প্রশিক্ষক শেখ মোহাম্মদ শোয়েব, ইউপি সদস্য মো: আব্দুল মমিন, মো: মহরম আলী প্রমূখ।

অর্থাৎ তিন পার্বত্য অঞ্চল’র পাহাড়িরা এক সময় জুম ও তামাক চাষ ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারতেন না। কিন্তু কৃষি মন্ত্রণালয়ের ২১১কোটি টাকার প্রকল্পে পাহাড়ের সেই চেহারা পালটে যাচ্ছে। তামাক ও জুম চাষ বাদ দিয়ে পাহাড়ের কৃষকরা এখন কাজুবাদাম ও কফি চাষের দিকে ঝুঁকছেন। পাহাড়ে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর কাজুবাদাম ও কফির চারা বিতরণ করছে। দেশের দেড় হাজার কোটি টাকার বাজার ধরতে ৩৬হাজার কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সম্প্রতি পার্বত্য অঞ্চল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে বছরে কাজুবাদামের চাহিদা ৪থেকে ৫হাজার টন। ২০১৯সালে দেশে ৯৬২টন কাজুবাদাম উৎপাদন হয়েছে। তিন বছরের ব্যবধানে ২০২২সালে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ১হাজার ৮৪২টন। এক্ষেত্রে উৎপাদন বেড়েছে ৯১দশমিক ৪৭শতাংশ। পাশাপাশি দেশে বছরে কফির চাহিদা ৯০০টন। ২০২০সালে দেশে প্রায় ৫৬টন কফি উৎপাদন হয়েছে। ২০২১সালে ৫৮টন এবং ২০২২সালে ৬২টন কফি উৎপাদন হয়েছে।