খাগড়াছড়ির মারমা কল্যাণ সমিতির একযুগ পূর্তি উদযাপন

খাগড়াছড়ি পার্বত্য জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে সারাদেশের ন্যায় খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলার আওয়ামীলীগ নেতাকর্মী ছাড়া অন্য সকল জনগোষ্ঠী নানামুখী বঞ্চনা ও বৈষম্যরর শিকার হয়েছে।

বুধবার (১লা জানুয়ারি) বিকেলে মারমা কল্যাণ সমিতির একযুগ পূর্তি উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি পৌর টাউন হলে ‘মারমা জাতির শিখরের সন্ধান’ শীর্ষক আলোচনা সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সকল জাতিগোষ্ঠীর উন্নয়ন বৈষম্য দূর করতে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে জয়ী করার জন্য আহ্বান জানান খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি।
এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মারমা কল্যাণ সমতি’র কেন্দ্রীয় কমিতির সভাপতি মংসুইথোয়াই চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এমএন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান, মারমা কল্যাণ সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উচিং মারমা।

অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার কয়েক হাজার মারমা স¤প্রদায়ের নারী-পুরুষ অংশ নেয়।