খাগড়াছড়ির রামগড়ে গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে কৃষককে ধানের চারা রোপনে সহায়তা

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় প্রত্যন্ত এলাকায় ইউনাইটেড পিলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে এক কৃষকের জমিতে ধানের চারা রোপনে সহায়তা প্রদান করা হয়েছে।

গতকাল শনিবার(১৬ আগস্ট) গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা শাখার নেতা-কর্মীরা স্থানীয় যুবক-যুবতিদের সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমে ওই কৃষকের প্রায় আড়াই কানি জমিতে ধানের চারা রোপন করে দেন। এর আগে ২৭শে জুলাইও তারা এ ধরনের সহায়তামূলক কাজ করেন।

এ বিষয়ে সংগঠনটির স্থানীয় নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক কর্মসূচি ছাড়াও গণতান্ত্রিক যুব ফোরাম এলাকায় সামাজিক সচেতনতামূলক কর্মসূচিসহ জনসেবামূলক নানা কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই অংশ হিসেবে কৃষকের পাশে দাঁড়িয়ে ধানের চারা রোপনে সহায়তা প্রদান করা হয়েছে।