খাগড়াছড়ির রামগড়ে ভুমি বিরোধকে কেন্দ্র করে মা-মেয়েকে দুর্বৃত্তদের দ্বারা গলা কেটে হত্যা

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় ভুমি বিরোধকে কেন্দ্র করে মা-মেয়েকে দুর্বৃত্তদের দ্বারা গলা কেটে হত্যা করা হয়েছে। খাগড়াছড়ি রামগড়ে মা আমেনা বেগম(৯৫) ও তার মেয়ে রাহেনা বেগমকে(৪২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকাল ১০টার পর ঘটনা জানাজানি হলে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যায় পুলিশ। এর আগে, বুধবার রাতে উপজেলার পূর্ব বাগানটিলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রতিবেশীরা জানায়, প্রতিদিন সকালে ঘর থেকে গরু, হাঁস, মুরগি বের করা হলেও আজ সকাল সাড়ে ৯টার পরও কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে তারা খোঁজ নিতে গিয়ে ঘরে লাশ দেখতে পায় এবং পুলিশকে জানায়।

স্থানীয়রা জানিয়েছে, আমেনা বেগমের ২মেয়ে ও ৫ছেলে রয়েছে। ছেলে-মেয়েদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলমান ছিল।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মাদ মঈন উদ্দীন মৃত্যুর বিষয়টি নিশ্চত করে জানান, ক্রাইম সিন সংগ্রহ করার জন্য সিআইডিকে খবর দেয়া হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার(রামগড় সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।